খুলনা ফুলতলা থানা। এ,এসআই নুরইসলাম। বদলিতে থানায় ওসি মোঃইলিয়াস তালুকদ্দার সকল পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে বিদায় অনুষ্ঠানে আলোচনা করেন এ,এসআই নুরইসলাম একজন সৎ পুলিশ অফিসার ও মানবিক পুলিশ কর্মকর্তা সে গরীব অসহায় মানুষের সাহায্যে সহযোগিতা করেন ও নিজে ও রক্ত দান করেন এ,এসআই মোঃনুরইসলাম তাহার নিজ এলাকায় নিজের একটি সংগঠন তৌরী করেন সেবা মূলক কাজে নিয়োজিত আছেন এটা শুরু করেন;২০২০/সালে।এটা একটি ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।যশোর অভয়নগর শুভরাড়া আদশ’ গ্রাম সংগঠন। এই নামে লিখে জানাতে পারবেন সেটা। ফেসবুকে ও ইউটিউবে।
