চট্টগ্রামের লোহাগাড়ায় ইট প্রস্তুতকারী মালিক সমিতি এবং ইটভাটা শ্রমিকদের মানববন্ধন।।এম ডি বাবুল।আন্তর্জাতিক মানবাধিকার জিএন বাংলা টিভিচট্টগ্রাম ব্যুরো প্রধান।চট্টগ্রামের লোহাগাড়া ইট প্রস্তুতকারী মালিক সমিতির সদস্য এবং লোহাগাড়া ইটভাটার শ্রমিকবৃন্দের যৌথ উদ্যোগে মানববন্ধন করা হয়েছে।আজ সকাল ১১ টার দিকে লোহাগাড়া উপজেলা পরিষদের সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের
দুই পাশে হাতে ব্যানার এবং ফেস্টুন নিয়ে শ্রমিকরা সারিবদ্ধ ভাবে সুষ্ঠু মানববন্ধন করেছেন ।
মহামান্য হাইকোর্টের আদেশে লোহাগাড়ায় বিভিন্ন ইটভাটাকে জরিমানা করা হয় এবং কিছু কিছু জায়গায় ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়।
এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অনেক ইটভাটা বন্ধ করে দেওয়ায় ইটভাটার কার্যক্রম পরিচালনা করতে না পারায় কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে ইট প্রস্তুতকারী মালিকদের এবং বিপাকে পড়ে বেকার হয়ে পড়েছেন হাজারো শ্রমিক।
মানববন্ধনে বক্তারা বলেন শুধুমাত্র চট্টগ্রাম বিভাগে ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে
যদি ভুল কিংবা দোষ হয়ে থাকে তাহলে শোধরাবার জন্য তাদেরকে দুই থেকে তিন মাস সময়ের প্রার্থনা করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি।
তাতে ইট প্রস্তুতকারী ব্যবসায়ী এবং ইটভাটার হাজার শ্রমিকরা বড়োসড়ো লোকশান থেকে বেঁচে যেতে পারে পাশাপাশি শ্রমিকরা ও তাদের কর্মসংস্থান পরিবর্তন করতে পারবে ইট প্রস্তুতকারী মালিকরাও ব্যবসা প্রতিষ্টান পরিবর্তন করতে পারেন।