চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ৩ ইউপি নির্বাচনকে সামনে রেখে ভারি গাড়ি বহর নিয়ে শোডাউনে ব্যাস্ত শুক্রবার পার করেছেন ৩ ইউপি নির্বাচনের পদপ্রার্থীরা
আন্তর্জাতিক মানবাধিকার জিএন বাংলা টিভি চ্যানেল ।চট্টগ্রামের বূরো প্রধান ঃএম ডি বাবুল।
লোহাগাড়া উপজেলার ৩ ইউপি নির্বাচনকে সামনে রেখে আজ শেষ শুক্রবার ৩ ইউপি নির্বাচনের
চেয়ারম্যান পদপ্রার্থী সংরক্ষিত মহিলা মেম্বার পদপ্রার্থী এবং মেম্বার পদপ্রার্থীরা নির্বাচনী প্রচারণার গণশোডাউনে সারাটা দিন ব্যস্ত ছিলেন প্রার্থীরা।
প্রার্থীদের নিজ পাড়ায় পাড়ায় নিজ নিজ এলাকায়
গন্যমান্য ব্যক্তিদের নিয়ে ভোটারদের বাড়িতে গিয়ে
ধারে ধারে আগামি ২০ শে অক্টোবর
নিজ স্বাধিনতায় ভোট প্রধানের আহবান জানান
প্রার্থীরা।
লক্ষ্য করা গেছে প্রার্থীদের নিজ প্রতিভা প্রদর্শনে
ভারি গাড়ি বহর ও লোক সমাগমের মধ্য দিয়ে পথসভা মিছিল-মিটিং ব্যস্ত শুক্রবার পার করছেন প্রার্থীরা।
প্রচার-প্রচারণা মিছিল-মিটিং আর মাত্র দুই দিন বাকি আজ শুক্রবার সরকারি ছুটির দিন
বিভিন্ন পেশার চাকরিজীবীরা বাড়িতে উপস্থিত থাকার কারণে প্রার্থীরা নিজ ভালোবাসার আবরণে প্রচুর তাপদাহ গরমের মধ্যে সবাইকে নিয়ে শোডাউন করতে দেখা গেছে।
