নিউজ ঃআবুল কাশেম: করোনা আতঙ্কে গত মার্চ থেকেই বন্ধ রয়েছে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। আনলক ফোরের গাইডলাইন অনুযায়ী নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস চালুর কথা জানায় কেন্দ্র। তবে সেই সিদ্ধান্তের সঙ্গে সহমত হতে পারেনি রাজ্য সরকার। তাই তাদেরও ক্লাস শুরু হয়নি। এই পরিস্থিতিতে উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondery Exam) দিনক্ষণ বদলের সম্ভাবনা তৈরি হয়েছে। শিক্ষামহলের অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এমনই জল্পনা। ,আগামী বছর কবে মাধ্যমিক (Madhyamik) এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা কবে হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এ নিয়ে প্রাথমিক আলোচনা শেষ করেছে। স্বশাসিত দুই সংস্থা সূত্রে খবর, আগামী বছর রাজ্যের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা নেওয়ার কথা ভাবা হচ্ছে। মার্চেই সাধারণত উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়। ২০২১ সালে যারা মাধ্যমিক দেবে, তাদের আড়াই মাসের মতো ক্লাস হয়েছে। তবে ২১ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একদিনও ক্লাস হয়নি স্কুলে। ফলে তাদের স্কুলে পঠনপাঠনই হয়নি। সে কারণেই কীভাবে সিলেবাস শেষ হবে এবং কীভাবেই বা পরীক্ষা নেওয়া হবে তা নিয়ে চলছে জোর আলোচনা। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে সিলেবাস অপরিবর্তিত রেখে পিছনো হতে পারে পরীক্ষা। কারণ, কলেজের প্রথম বর্ষের পড়ুয়াদের শিক্ষাবর্ষ শেষ হচ্ছে আগস্টে। সেক্ষেত্রে উচ্চমাধ্যমিক জুন মাস পর্যন্ত পিছিয়ে দেওয়ার ভাবনা রয়েছে। তবে আলোচনা হলেও এ বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
