লোহাগাড়ায় পুলিশের পৃথক অভিযানে 15 হাজার নিষিদ্ধ ট্যাবলেট 20 লিটার চোলাই মদসহ চারজন আটক প্রাইভেটকার জব্দ == এম ডি বাবুল আন্তর্জাতিক মানবাধিকার ও জিএন বাংলাটিভি 10 ই সেপ্টেম্বর রাত 11:30 এর সময় গোপন সংবাদের ভিত্তিতে ওসি জাকির হোসাইন মাহমুদ পুলিশ পরিদর্শক তদন্ত মোহাম্মদ রাসেদুল ইসলাম সেকেন্ড অফিসার এসআই আব্দুল হক ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম লোহাগাড়া চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয় এর সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে 15000 পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ তিন জনকে আটক করেন এ সময় নিষিদ্ধ ট্যাবলেট বহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। আসামিরা হল যথাক্রমে কক্সবাজার জেলার টেকনাফ ইসলামাবাদের আলী আহমদের পুত্র ইব্রাহিম 22 কক্সবাজার সদরের ইসলামপুরের আহমদের পুত্র মোহাম্মদ জাহিদ হোসেন 22 ঢাকা গুলশানের ছোলমাইদ পাড়ার মহিউদ্দিনের পুত্র মনির হোসেন 32 এদের কাছ থেকে 15 হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং প্রাইভেটকার জব্দ করা হয় এবং চরম্বা ইউনিয়নে রাজঘাটা গরম মসজিদের সামনের সড়কের অভিযান চালিয়ে 20 লিটার চোলাই মদসহ পশ্চিম কলাউজানের করলা পুকুর পাড়ের চাচি রাম কান্তি নাথ এর পুত্র সজীব কান্তি নাথ 30 কে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা রুজু করে আজ সকালে তাদেরকে চট্টগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ ওসি জাকির হোসেন মাহমুদ/www.gnbanglatv.com
