পুকুরে ডুবে লোহাগাড়া-সাতকানিয়া 15 আসনের সংসদিয় এমপি ডক্টর আবু রেজা নিজামুদ্দিন নদবীর ভাইয়ের ইন্তেকাল
—
এম ডি বাবুল
আন্তর্জাতিক মানবাধিকার জিএন বাংলা টিভিচট্টগ্রাম 15 আসনের সংসদে এমপি প্রফেসর ডঃ আবু রেজা নিযামুদ্দিন নদভীর এমপির মেজ ভাই শিহাব উদ্দিন (61) পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেন
নিহতের ভাগিনা মহিউদ্দিন বলেন তাহার মামা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ হন অনেক খোঁজাখুঁজির পরও উনাকে পাওয়া যায়নি আজ 9 সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাহার লাশ দেখতে পাই
—
এম ডি বাবুল
আন্তর্জাতিক মানবাধিকার জিএন বাংলা টিভিচট্টগ্রাম 15 আসনের সংসদে এমপি প্রফেসর ডঃ আবু রেজা নিযামুদ্দিন নদভীর এমপির মেজ ভাই শিহাব উদ্দিন (61) পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেন
নিহতের ভাগিনা মহিউদ্দিন বলেন তাহার মামা বার্ধক্যজনিত রোগে আক্রান্ত ছিলেন মঙ্গলবার থেকে তিনি নিখোঁজ হন অনেক খোঁজাখুঁজির পরও উনাকে পাওয়া যায়নি আজ 9 সেপ্টেম্বর ভোর পাঁচটার দিকে পুকুরে ভাসমান অবস্থায় তাহার লাশ দেখতে পাই
এই বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন আমাদের কাছে
অনেক রকম বিভ্রান্তিকর তথ্য ছিল
বাড়ির সি সি ক্যামরার ফুটেজ দেখা যায়
গতকাল পুকুরে গোসল করতে নেমে দুপুরে আর ফিরে আসেনি
আজ রাত 8:30 টার সময় সাতকানিয়া মাদ্রাসা বাবুনগর বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে জানাজার নামাজ অনুষ্ঠিত হইবে