চ্যানেল লোহাগাড়া ২১/০৭/২০২০ রাত ১০.৩০ মিনিটের দিকে লোহাগাড়া থানার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এস আই গোলাম কিবরিয়া ও সংগিয় ফোর্স সহ অভিযান চালিয়ে ৭,০০০ সাত হাজার পিস ইয়াবা সহ পাঁচজনকে আটক করেছে থানা পুলিশ এসময় অবৈধ কাজে ব্যাবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয় তাদের কাছ থেকে। আসামিরা হল যথাক্রমে ১। মোঃ আলীম (৪৫), পিতা-মনা মিয়া, মাতা-ফিরোজা বেগম, সাং-বাইনন্যাল মহেশপুর, থানা-সদর, জেলা-মানিকগঞ্জ, ২। মোঃ আনিছ (২০), পিতা-রমজান আলী, মাতা-হাসিনা বেগম, সাং-দক্ষিণ ঢেমশা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম, ৩। আছমা আক্তার পাপিয়া (৩৫), পিতা-মৃত কুদুস আলী, স্বামী-মৃত আব্দুর রহমান, সাং-কাঠপুট্টি, রাজাপুর, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি, বর্তমানে-খিলক্ষেত লেকসিটি, এলাবন ই-বি-৩, থানা-খিলক্ষেত, ঢাকা, ৪। মোঃ নুরুল ইসলাম (৫০), পিতা-মৃত মনির আহাম্মদ, মাতা-মৃত রাবেয়া বেগম, সাং-সিকদার পাড়া, বড়হাতিয়া, থানা-লোহাগাড়া, জেলা-চট্টগ্রাম, ৫। মোঃ সাকিব হোসেন (২৫), পিতা-মোঃ হাসমত আলী, মাতা-লীলা বেগম, সাং-রুপাতলী, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠিক তাদের নামে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে চট্রগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে। তারা সংঘবদ্ধ ইয়াবা ট্যাবলেট ব্যাবসায়ি সিন্ডিকেট বলে নিশ্চিত করেছেন জিএন বাংলাটিভিকে, লোহাগাড়া থানা অফিসার্স ইনসার্জ ওসি জাকের হোসাইন মাহমুদ।www.manobadhikarinternational.com/A/www.gnbanglatv.com/
