https://www.gnbanglatv.com/ লোহাগাড়া পুলিশের বিশেষ অভিযানে ৫০০০,পাঁচ হাজার পিচ ইয়াবা সহ আটক ২ /এম ডি বাবুল জিএন বাংলাটিভি,/ লোহাগাড়া, চট্রগ্রাম – আজ ১৪ ই জুলাই ভোর ৫:৩০ মিনিটের সময় চট্রগ্রামের লোহাগাড়া,চুনতি ফরেষ্ট রেন্জ কার্যালয়ের সামনে লোহাগাড়া পুলিশের অভিযানে মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫০০০.পাঁচ হাজার পিঁচ নিষিদ্ধ ইয়াবা সহ দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছেন থানা পুলিশ।
