আবারো লোহাগাড়া পুলিশের
মাদকের বিরুদ্ধে সফল অভিযান
-এমডি বাবুল জিএন বাংলা টিভি চ্যানেল (লোহাগাড়া) চট্রগ্রাম /gnbanglatv/news/
১০/৭/২০২০ শুক্রবার বেলা তিনটার সময় লোহাগাড়া থানা অফিসার্জ ইনসার্জ
ওসি জাকির হোসাইন মাহমুদ
ও এস আই গোলাম কিবরিয়ার
নেতৃত্বে সংগিয় ফোর্স সহ চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে চুনতি ফরেষ্ট রেন্জ কার্যালয়ের সামনে
তল্লাসি অভিযান চালিয়ে ৬০০০ ছয় হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ চার জনকে আটক
করেন, এসময় তাদের সাথে থাকা একটি মিনি পিকআপ জব্দ করা হয়।
আটকৃতরা যথাক্রমে
১/মোঃরমজান,(২০)পিতা-মোঃআলি
মুক্তা গাছা, ময়মনসিং
২/নাজিম উল্লাহ (২৬) পিতা-নুর আহমদ
জাদিমরা বিদেশ পাড়া টেকনাফ
৩/রাজেশ শীল (৪২) পিতা-সুশিল শীল
জলদাশ পাড়া,নাপিতপাড়া,
উত্তর আমিরাবাদ, লোহাগাড়া
৪/ মোঃহাছান (৩৫) পিতা-মৃত আলি আকবর
আনুরঘোনা, বাজালিয়া,
সাতকানিয়া
তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে
বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে,
লোহাগাড়া প্রসাশনের হাত থেকে
রেহাই পাবেনা কোন মাদক কারবারিরা
বিষয়টি
জিএন বাংলাটিভিকে নিশ্চিত করেছেন
লোহাগাড়া থানা অফিসার্স ইনসার্জ
ওসি জাকের হোসাইন মাহমুদ