লোহাগাড়া পুলিশের পৃথক অভিযানে
৭০০০ হাজার পিচ ইয়াবা মহিলা সহ আটক ৫
–
এম ডি বাবুল জিএন বাংলা টিভি news লোহাগাড়া /
৯/৭/২০২০ রাত ১১ টার সময় গোপন সংবাদের বিত্তিতে চট্রগ্রাম কক্স বাজার মহাসড়কে লোহাগাড়া চুনতি ফরেস্ট রেন্জ কার্যালয়ের সামনে
লোহাগাড়া থানা ইনসার্জ
ওসি জাকের হোসাইন মাহমুদ
এবং এস আই গোলাম কিবরিয়ার
নেতৃত্বে সংগিয় ফোর্স সহ তল্লাসি অভিযান
চালিয়ে পৃথক ভাবে ৭০০০ সাত হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট মহিলা সহ পাঁচ মাদক ব্যাবসায়িকে আটক
করেছে, এবং তাদের সাথে নিষিদ্ধ কাজে ব্যাবহার করা
একটি পিক আপ ও একটি মিনিট্রাক জব্দ করা হয়।
আটকৃতরা যথাক্রমে
১/ মঈন উদ্দিন (২৭) পিতা-আক্তার হোসেন
উত্তর হারবাং কোরাবানিয়া ঘোনা চকরিয়া
২ শফি (৩৫) পিতা-মৃত, আলি আহমদ
ফাসিয়া খালি চকরিয়া
৩/আয়শা খাতুন(২৫) স্বামি,নুরআলম
লম্বরি জাফরান টেকনাফ
৪/নুরুল বসর( ৩৪) পিতা মৃত, মোঃআলি
মহাজনপাড়া পৌরসভা কক্সবাজার।
তাদের পিকআপ সহ ৩০০০ পিচ ইয়াবা জব্দ করা হয়
৫/মুসা আকবর রোবেল (২৫)পিতা-মৃত ছয়দ কবির
বালুখালি হোয়াইক্ষং টেকনাফ
তাকে ৪০০০ পিচ ইয়াবা ও একটি মিনিট্রাক সহ
আটক করেন
তাদের নামে মাদক দ্রব্য আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছেন
করোনার মহামারিতে ও থেমে নেই
মাদক ব্যাবসায়িরা,
লোহাগাড়া পুলিশের মাদক অভিযান অব্যাহত থাকবে
কয়েকদিনের সফল অভিযান পরিচালনা করেছেন
লোহাগাড়া থানার ইনসার্জ
ওসি জাকির হোসাইন মাহমুদ
বিষয়টি নিশ্চিত করেছেন
ওক্ত প্রতিবেদককে