লোহাগাড়া পুলিশের অবিযানে ১৫০০পিচ ইয়াবা
ও একটি প্রাইভেট কার সহ দুই মাদক ব্যাসায়ি আটক
—–/www.gnbanglatv.com/
এম ডি বাবুল জিএন বাংলাটিভি লোহাগাড়া/news
আজ ভোর ৭ টা নাগাদ চুনতি ফরেষ্ট রেন্জ কার্যলয়ের সামনে চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে
গোপন সংবাদের ভিত্তিতে
এস আই গোলাম কিবরিয়া ও সংগিয় ফোর্স সহ
অভিযান চালিয়ে ১৫০০,এক হাজার পাঁচ শত পিচ নিষিদ্ধ ইয়াবা ও একটি প্রাইভেট কার সহ
দুই মাদক ব্যাবসায়িকে আটক করেছে।
আটকৃত আসামি
১/ ইরফান আকবর চৌঃ ৪০
পিতা- মৃত,শফিউল আকবর চৌঃ
মাতা- আমেনা বেগম,
দক্ষিন নাছিরাপাড়া,রশিদ নগর,
রামু,কক্সবাজার
২/মোঃ সিরাজুল ইসলাম ৪৫
পিতা- মোঃকালা মিয়া
মাতা- এলোমুন নাহার
উত্তর মাইজ্যাপাড়া,
ঈদগাঁও কক্সবাজার
তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা
রুজু করে চট্রগ্রাম আদালতে প্রেরন করা হয়েছে।
জিএন বাংলা টিভিকে বিষয়টি নিশ্চিত
করেছেন
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনসার্জ
জাকির হোসাইন মাহমুদ,