চট্রগ্রামে ২২০ জন করোনা সনাক্ত সর্বমোট আক্রান্ত ৯৮৮৮ — এম ডি বাবুল জিএন বাংলাটিভি ১৬২ জন নগরে ও ৫৮ জন বিভিন্ন উপজেলায় চট্রগ্রামে এ পর্যন্ত মোট আক্রান্ত ৯৮৮৮ ৫ই জুলাই রোববার সকালে এসব তথ্য জানান চট্রগ্রামের সিভিল সার্জন ডাঃ শেখ ফজলে রাব্বি। চট্রগ্রাম নগর ও উপজেলায় গত ২৪ ঘন্টায় ২ জনের মিত্যু। করোনা সনাক্ত বিআইটিআইডি ১৪ জন সিভাসুতে ২০ জন চমেক। ৯৩ জন চবিতে ১০ জন সেভরন। ৮৩ জন কক্সবাজার। ০০ মোট ২২০ জনের পজিটিব বলে তিনি জানান চট্রগ্রামে মোট ১০৫০ জনের নমুনা পরিক্ষা বিআইটিআইডি ১৪১ জন সিভাসুতে ২০৩ জন চমেকে ৪৪৮ জন চবিতে ৫১ জন টি ইমঃহাসপাতালে ২০৪ জন সেভরনে ০৩ জন মেডিকেল কলেজ ল্যাবে পরিক্ষা করা হয়। যে সমস্ত উপজেলায় নতুন সনাক্ত লোহাগাড়ায় ০৩ সাতকানিয়া ০৩ বাঁশখালি ০১ আনোয়ারা ০৩ চন্দনাইশ। ০২ পটিয়া ০৮ বোয়ালখালি ০২ রাংগুনিয়া ০২ রাউজান ০৪ ফটিকছড়ি ০২ হাটহাজারি ১৪ মিরসরাই। ১৩ সিতাকুন্ড। ০১ উল্যেখ্য, চট্রগ্রামে করোনা আক্রান্ত হয়ে মিত্যু হয়েছে ১৮৯ জন সুস্হ হয়েছেন। ১০৯৫/www.gnbanglatv.com/
Chat Conversation End