একরাশ অসম্পূর্ণতা, বিষণ্নতা আর প্রশ্ন রেখে চিরতরে বিদায় নিলেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। আজ তাঁর মৃত্যুকে ঘিরে উত্তাল বলিউড সাম্রাজ্য। কেন চলে গেলেন সুশান্ত? হন্যে হয়ে এই প্রশ্নের জবাব খুঁজছে মুম্বাই পুলিশ।
সুশান্ত আত্মহত্যার রহস্য ক্রমশ জটিল হচ্ছে। ইতিমধ্যে সুশান্তের পরিবার, বন্ধুবান্ধবসহ ১০ জনের বেশি মানুষের বয়ান নিয়েছে পুলিশ। এর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তীর বয়ান। গতকাল, অর্থাৎ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত বান্দ্রা থানায় উপস্থিত ছিলেন রিয়া। সঙ্গে ছিলেন তাঁর মা–বাবা। ১১ ঘণ্টার এই ম্যারাথন জেরায় রিয়া পুলিশের কাছে তাঁদের প্রেমকাহিনি ফাঁস করেছেন বলে জানা গেছে।